প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৮
একান্ত মুখোমুখি

মেহরিমা জাহান রিয়া (মেহু) একান্ত মুখোমুখি
চোখের গভীরে লুকানো কথা,
শব্দে প্রকাশ পায় না কখনো।
একান্ত সেই নিঃশব্দ আলোয়,
বসবাস করে হৃদয় আমার গভীরে।তুমি কি শুনতে পাও সেই নিঃশব্দ বার্তা?
যা চুপচাপ চোখের কান্নায় মিশে থাকে?
একটি হাসি, একটি ছোঁয়া, একটি স্পর্শ,
সেই ছোট্ট জিনিসগুলোই তো জীবনের সব।আসো, কিছুক্ষণ চুপ থাকি একসঙ্গে,
আলিঙ্গনে বাঁধি এই মনকে ভালোবাসার সুরে।
এই শান্তি, এই মুহূর্ত, এই কথা,
হয়তো জীবনের সবচেয়ে বড় পাওয়া।অপেক্ষার আলো
রাতের গভীরে জ্বলছে একটি তারা,
যা বলে, আলো আছে এখনও ভোরে।
ধৈর্য ধরো, অপেক্ষা করো কিছুক্ষণ,
অন্ধকারের পরেই আসে নতুন সূর্য।আমরা সবাই তো অপেক্ষার সৈনিক,
প্রতিক্ষণ গড়ে তুলি আশা আর স্বপ্ন।
হয়তো হারিয়ে যাই পথে পথে,
তবু থেমে যাই না, যাই আগলে ভালোবাসা।যে আলো জ্বলে অন্তরে,
সেই আলো দিয়ে জ্বালাই অন্যদের পথ।
অপেক্ষার মাঝেই আছে জীবন,
অপেক্ষাতেই লুকানো ভালোবাসার গাথা।মানবতার গান
এই পৃথিবীতে মানুষ বহু আছে,
কিন্তু মানবতার গান শুনি কম।
স্বার্থে মগ্ন, ভুলে যাই পথ,
যেখানে দরিদ্র, সেখানে দরজা বন্ধ।তবু কোথাও কোনো হৃদয় আছে,
যা ফোটায় ভালোবাসার ফুল।
যা ধরে রাখে হাত, দেয় আশ্রয়,
যা শোনে কান্না, দেয় সান্ত্বনা।আমাদেরই তো তৈরি করতে হবে সেই দিন,
যেখানে মানুষ হবে মানুষের বন্ধু।
সেখানে থাকবে শুধু ভালোবাসা,
সেখানে হারাবে ভেদাভেদ, থাকবে শ্রদ্ধা।