রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪

ধ্বংসের পথে পৃথিবী

এম আর এম শোভন
ধ্বংসের পথে পৃথিবী

বড় কষ্ট হয়, কেন বলতে হবে আমাদের পৃথিবী আজ ধ্বংসের পথে, পৃথিবী একদিন ছিল শান্তির আভাসস্থল। পশু পাখি গাছ-গাছালি ছিল আত্মার আত্মীয় সম্পর্ক। গাছেরা বাতাসে দোল খেত, নদী গাইত মিষ্টি সুর, আর মানুষ পরস্পরের হাসিতে খুঁজে পেত আশ্রয়। কিন্তু আজ সেই পৃথিবী যেন অন্যরকম রূপ ধারণ করেছে।

মানুষের চোখে শান্তির বদলে জ্বলে ওঠছে হিংসার আগুন। স্বার্থের লোভে নেতার বিরুদ্ধে নেতা, দলের বিরুদ্ধে দল, ভাইয়ের বিরুদ্ধে ভাই, প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশী লড়াই করছে। অস্ত্রের নিষ্ঠুরতায় থামিয়ে দিচ্ছে শিশুর হাসি। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গ্রাম, নগর, সভ্যতা।

মানুষ ভুলে গেছে মানবতা, ভুলে গেছে সহমর্মিতা। পৃথিবী আজ যেন রক্তের রঙে রঞ্জিত। প্রতিটি রাস্তার দেশে ছড়িয়ে আছে ভয়, প্রতিটি দরজার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক।

তবুও প্রশ্ন থেকে যায়

এ পৃথিবী কি চিরকাল হিংসা বিদ্বেষে বন্দী হয়ে থাকবে? নাকি একদিন মানবতার আলো অন্ধকার ভেদ করে উঠবে নতুন ভোরের সূর্য?

সময়ের অপেক্ষায় আছে পৃথিবী। শান্তির দূতেরা জেগে উঠলে হয়তো আবার সবুজে ভরে উঠবে এই শান্তিময় পৃথিবী নামক গ্রহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়