প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩
দীপ্যমান
মুহাম্মদ শাহিন

মুহাম্মদ শাহিন দীপ্যমান
দুর্গম অরণ্যের অন্তিম প্রান্ত হতে ধেয়ে আসছে,
অগ্নিসমুদ্রের জ্বালাময় তরঙ্গ।
আগুনের লেলিহান ছায়ার আতঙ্ক ছড়িয়ে পড়লো অরণ্যে;
ভীতসন্ত্রস্ত চিত্রার দৌড়,
উড়ছে আতঙ্কিত উড়ন্ত প্রাণির দল।পশ্চিমা দাবানলের রুদ্র আভা,
ধ্বংস করতে উদ্গ্রীব,
জীবনের প্রতিটি সত্তা, প্রতিটি সবুজ নিশ্বাস।এমন করে ছাই হয়ে যায় শত বছরের সবুজ প্রকৃতি;
গলিত রোদ্দুরে মিশে যায় ছায়ার শান্তি।
তবু ছাইয়ের গর্ভে জমে থাকে
নতুন বীজের নীরব প্রতীক্ষা
আগুনের পরেই জন্ম নেবে
আবার এক নির্মল, সবুজ পৃথিবী।