প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১
মৃতদেহ
মো. আকাশ হোসেন

মো. আকাশ হোসেন মৃতদেহ
একা জীবন আর নয়,
ফিরে যাবো দীগন্তহীনা উৎসবে
যেখানে জীবন দেখি দিব্যচোখে
ধূসর আঁধারে দেখি আসন্ন মেঘ
নিষ্ঠুর চোখে দেখি মেরুদূর্গম পথ।আলোর মতো চেয়ে দেখি মর্তালোক
যেখানে পৃথিবী থেকে সমুদ্র
সমুদ্র থেকে এপিটাফ
সব কিছুই যেন নিরেট দ্ব্যর্থহীন কাচ।একা জীবন আর নয়,
যেখানে সমাপ্ত হবে সাহারার রৌদ্রহীন ছায়া
সেখানে তোমরা খুঁজে নিবে
আমার নিথর অর্ধউলঙ্গ মৃতদেহ।