প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯
কথা বলা পাপ

ইমরান শা’কির ইমরু কথা বলা পাপ
তৃষ্ণায় কাতর কাক এসে পড়ল লোকালয়ে।
রোদে ঝলসে ক্লান্ত সে, বসে পড়ল এক ইমারতের পাশে।
আচমকা চোখে পড়ল এক চেনা মুখÑ
বারান্দার খাঁচায় ছটফট করছে তার প্রিয় বন্ধু, ময়না।কাকের বুক হু হু করে উঠল।
সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল,
“তুমি কেমন আছো বন্ধু?”
ময়নার চোখে জল, কণ্ঠে ভারÑ
“ভালো নেই বন্ধু, আমি তো বন্দী... শ্বাস নিতে কষ্ট হয়।”কাক বিস্মিত, “কেন? কী দোষে?”
ময়না দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
“প্রিয় কাক, দোষ শুধু একটাইÑ
আমি কথা বলি!
এই পৃথিবীতে কথা বলাটা পাপ হয়ে দাঁড়িয়েছে।”বিবস্ত্র মানবতা
পবিত্র জমিনে শত্রুর মারণাস্ত্র
আকাশে উড়ছে খণ্ডিত মানবদেহ
অথচ তোমরা হাসো
বোতলে বোতল মেলাও
আকাশ আর চাঁদ দেখো!বিশ্বের কি বিবেক আছে?
মানবতা ধর্ষিত শত-সহস্রবার
সত্যের ফাঁসি হচ্ছে দিন-রাত
এসব কেউ দেখে? জাতিসংঘ?
বরাবরের মতো বোবা হয়ে আছে ওরা
ভীষণ অন্ধ, অন্ধকার পৃথিবী
পথিক হাসে
কিসের এতো ভয় ওদের?বাতাসের ভেতর ফিলিস্তিনী শিশুর কান্না
বেশিদিন আমাদের হাসতে দেবে না
ওদের অভিশাপে কাঁপবে পৃথিবী
ধ্বংস হবে জুলুম, আততায়ী হাত।