বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১

সাংবাদিকের সবজি বাগান : পরিশ্রমে গড়ে তোলা সবুজ স্বপ্ন

কৃষিকণ্ঠ প্রতিবেদক
সাংবাদিকের সবজি বাগান : পরিশ্রমে গড়ে তোলা সবুজ স্বপ্ন

সাংবাদিকতা যেমন তার পেশা, তেমনি শখের বশে চাষবাসও নেশার মতো লালন করেন তিনি। দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী মোহাম্মদ ইমাম হোসাইন। তার বাসার পাশেই পরিত্যক্ত জায়গায় গড়ে তুলেছেন একটি নিজস্ব সবজি বাগান। ছোট্ট জায়গাতেই তিনি সাজিয়েছেন সবুজের সমারোহ। সবজি বাগানের সবুজ সদস্যদের মাঝে রয়েছে ঔষধি গাছ, তুলশী গাছ, পুদিনা পাতা, পুঁইশাক, ঢেঁড়স, কুমরা, লাউ, বরবটি, কচু, পেঁপে, সজিনা গাছ, মরিচসহ নানা জাতের সবজি। যত্নে লালিত এসব গাছ এখন ফল-সবজিতে ভরপুর।

গাজী মোহাম্মদ ইমাম হোসাইন বলেন, খালি সময়টা আমি গাছের সঙ্গে কাটাতে ভালোবাসি। কলম আর কি-বোর্ডের কাজ শেষে যখন বাগানে যাই, তখন অন্যরকম প্রশান্তি পাই। নিজের ঘরে উৎপাদিত সবজি খাওয়ার স্বাদ ও আনন্দটাই আলাদা।”

এ বাগান ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই তার কাছ থেকে সবজি চাষের টুকিটাকি পরামর্শ নিচ্ছেন। শুধু শখ নয়, চাষাবাদের মধ্য দিয়েই তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করছেন—নিজের আঙ্গিনায় সামান্য জায়গা থাকলেও তা কাজে লাগিয়ে সবজি উৎপাদন সম্ভব।

সবুজের এই উদ্যোগ অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। সাংবাদিকতার পাশাপাশি একটি সবজি বাগানও যে ভালোভাবে পরিচালনা করা যায় তার বাস্তব দৃষ্টান্ত গড়ে তুলেছেন গাজী মোহাম্মদ ইমাম হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়