প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫১
রক্ত ঝরা জুলাই

এম. আর হারুন রক্ত ঝরা জুলাই
শতাধিক লাশের রক্ত মিশেছিল ঢাকার পিচঢালা পথ
আমি কে তুমি কে রাজাকার রাজাকার চলেছে রথ।
বারো মাসের ছাত্র জনতার দাবি হল সংকট
কে আসল কে নকল কেবা করে বয়কট।
জীবন ধারায় হাসপাতালে কাতরাচ্ছে মানুষ
নিয়ম শৃংখলা বেজায় লাপাত্তা রক্ত ঝরে বেহুঁশ।
সাতচল্লিশ থেকে বায়ান্ন ভাষার দাবিতে উত্তাল
উন্সত্তোর থেকে একাত্তরের প্রাণ দিতে বাঙালিরা বেসামাল।
মুর্খ বাঙালিকে ধীক্কার জানালো সর্বজনশ্রদ্ধেয় কবি
কার কথা কি আসে যায় পূর্ব দিগন্তে উঠেছিলো রবি।
রক্তঝরা জুলাই যেনো বৈষম্যের পদাবলি
ভয়ানক রূপ অবিরত চলে কাকে কি বলি।
এ দেশ হবে কবে শান্ত নির্ভয়ে কাটবে বেলা
জোর যার মুল্লুক তার মনুষ্যত্বের অবহেলা।
নিরাপদ নামক শব্দটা যেন কাগজ কলমে বন্দি
শপথের পর শপথ হলেও মানুষের নেই সন্ধি।