শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫১

প্রতিবাদের পদচিহ্ন

অনলাইন ডেস্ক
প্রতিবাদের পদচিহ্ন

সুধীর বরণ মাঝি প্রতিবাদের পদচিহ্ন

জুলাই আসে ঝড় হয়ে ওঠে,

নিরবতা ভেঙে শোনায়

সাহসের রণধ্বনি।

ঢাকার রাজপথে জেগে উঠেছিল

ইতিহাসের ভোর

তপ্ত রোদ আর রক্তের ছায়ায়।

নির্যাতিত চোখে আগুন জ্বলে

ছাত্রদের কণ্ঠে উঠেছিল বজ্রগর্জন।

বুকে ওঠে শপথ,

এই রাষ্ট্র হবে জনগণের।

জুলাই কাঁদে না, জ্বলে ওঠে,

বুলেটের গর্জনে ঢেকে যায় বক্তৃতা।

তবু থামে না

রাস্তায় নামে ছাত্রের ঢল,

কণ্ঠে প্রতিবাদ।

শিক্ষা হবে সবার, গণমুখী,

বিজ্ঞানভিত্তিক ও সর্বজনীন!

যেখানে লেখা ছিল ছাত্র-জনতার

ঐক্যের আহ্বান।

বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে

লাল-কালো ব্যানারে লেখা ছিল

স্বপ্নের ভাষা।

কিন্তু রাষ্ট্র শুনলো না,

বুলেট দিয়ে জবাব দিলো প্রশ্নের।

লাল হলো রাজপথ

আন্দোলনের পাতায় অমর

হলো তাদের নাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়