শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯

বাবার আঙুলে হাত

অনলাইন ডেস্ক
বাবার আঙুলে হাত

অরিন সুলতানা মিম বাবার আঙুলে হাত

বাবার আঙুলে আমার ছোট্ট হাত,

সেই স্পর্শে মেলে আশার রাত।

তার মিষ্টি হাসি, বলার সুর,

আমার জীবনের প্রিয় আশ্রয়পুর।

রাতে যখন অন্ধকার নেমে আসে,

বাবার গলায় সেই সুর বেজে উঠে বাজে।

তাঁর কাঁধে ভরসার পাহাড়,

সে পাশে থাকলে ভয় লাগে না একবার।

চোখে তার হাসির জোছনা ঝরে,

জীবনের পথে সে আলো হয়ে উঠে।

বাবার ভালোবাসায় ঘেরা আমি আজ,

তার কাছে যেন আমি সোনার রাজ।

বাবার কোলে শোনার স্বপ্ন গাথা,

জীবনের পথের সুখ-দুঃখ সবাই ভাষা।

সে আমার প্রেরণা, জীবনের গান,

বাবা-আমার ভালোবাসার মহান ধাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়