রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৩

ভাবছি কিছু লিখবো

মোহাম্মদ হানিফ
ভাবছি কিছু লিখবো

মানুষের মান-সম্মান অনেকটা নির্ভর করে

টাকার পরিমাণের উপর,

ভাবছি কিছু লিখবো।

কথার বা চলার সৌন্দর্য না থাকলে টাকার গরমে

সবই যেন ঠিক আছে,

তাই ভাবছি কিছু লিখবো।

বেশভুষা চলাফেরা আচার-আচরণ কিছুই ঠিক নেই,

সমাজে তবুও অনেক মূল্য,

তাই ভাবছি কিছু লিখবো।

ঘুষ দেওয়া-নেওয়া যেন নিয়মেই হয়ে গেছে,

যে দেয় সেও অনেক হাসিখুশি,

আর যে নেয় সেও একই,

তাই ভাবছি কিছু লিখবো।

গৃহকর্তা চাকরি করেন খুবই অল্প বেতনের,

সবার চাহিদা মেটাতে প্রায় লক্ষের উপরে খরচ,

কেউ কোনোদিন প্রশ্ন করেনি,

এতো টাকা কোথা থেকে আসে,

তাই ভাবছি কিছু লিখবো।

আরো অনেক কথা,

বাকি কথা নিয়েও লিখবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়