প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৫৯
মায়ার জালে আবদ্ধ

সুধীর বরণ মাঝি মায়ার জালে আবদ্ধ
নিভৃত রাতে চাঁদের আলো,
মনের মাঝে বাজে বেতার,
একটু হাসি, একটু কান্না,
ভেসে আসে অতীতের ধার।
চোখের পাতায় জলের রেখা,
ভেবেছিলাম ভুলে গেছি,
কিন্তু কোথায়? হৃদয় যে আজও
মায়ার জালে বাঁধা আছে।
কথার পিঠে কথা জমে,
নীরবতায় বাজে গান,
ভুলতে গিয়ে আরও গভীর
প্রেমের বুননে হয়ো পান।
তুমি আমি, এক সময়ের ছায়া,
আজ শুধু গল্পের পাতা,
তবুও কেন হৃদয় বোঝে না—
মায়া কাটে না, কাটে না মাতা।
চাইলে যদি, পারতাম বোধ হয়
ভুলের হিসেব মুছে দিতে,
আমি আর ফিরতাম না কাছে
তোমায় নতুন করে পেতে।