রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৫৮

পুরুষনামা

অনলাইন ডেস্ক
পুরুষনামা

মুহাম্মদ হানিফ পুরুষনামা

আমরা পুরুষেরা, যারা নিজেকে মনে করি সংসারে সর্বময় এক

কর্তৃত্বের অধিকারী। যারা নিজের সহধর্মিণীর ন্যায্য অধিকার

প্রদানে সবচেয়ে বেশি উদাসীন থাকি সবসময়। কালের জৈবিক

নিয়মে সন্তানের পিতা হয়েই ভাবি সব দায়িত্ব সমাপন আমার।

আদর করে দু’ লোকমা খাবার শিশুর মুখে তুলে দিই না কখনো

ঘরের কাজে প্রিয়তমাকে সহযোগিতা করি না মোটেই। ব্যবসায়

কিংবা চাকুরির দোহাই দিয়ে পার পেতে চাই সর্বদা, যতো মগ্ন

থাকি নিজেকে নিয়েই, বৃদ্ধ পিতা-মাতার সেবা; সময় কোথায়?

অকারণ রেগে যাই বিপথে চলি নিত্যই, মানি না বারণ বড়োদের।

একদিন হবো আমরাও অবোধ-অবুঝ তাদেরই মতো; আমাদের

বায়না আবদার বেড়ে যাবে আজ যেমন বাবা-মা করে অহরহ।

বয়সের ভারে হবো অচল অন্যের সাহায্য ছাড়া নড়বে না দেহ।

যদি চাই আদর্শ সুখী পরিবার পুরুষ-নারী হাত ধরে পাশাপাশি আগামী প্রজন্ম পাবে কাক্সিক্ষত সমাজ, ফুটবে ফুল রাশি রাশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়