রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০:৩৫

ছাতা

কাজী নাহিন
ছাতা

বৃষ্টি পড়ে, ছাতা নড়ে

খুকুর কথা মনে পড়ে

পথে ঘাটে ফোঁটা পড়ে

সোজা করে মেলে ধরে

টিপ টিপ ছন্দ করে

প্রকৃতিকে বরণ করে।

রং বেরংয়ের বন্ধু মিলে

রক্ষা করে প্রাণ খুলে

ছাতা মাথায় খুকুমণি

মনে খেলে জলকেলি।

আমি বলি, সোনামণি

ছাতার নিচে সুখের খনি

বৃষ্টি এলে ভয় নেই,

ভিজবে শুধু চরণখানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়