রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:১০

আজিম উল্যাহ হানিফ-এর দুটি কবিতা

অনলাইন ডেস্ক
আজিম উল্যাহ হানিফ-এর দুটি কবিতা

আজিম উল্যাহ হানিফ কালজয়ী কবিতা

কবিতার লাইনগুলো এখন আর স্মরণে আসে না,

খাতা ডায়েরি কিংবা ল্যাপটপেও উঠানো হলো না!

অথচ ছন্দগুলো বেশ কিছুদিন গিজগিজ করেছে মাথায়,

লিখব লিখব করেও লেখা হয়নি ডায়েরির পাতায়।

ফ্রি হয়ে এখন আমি-টেবিলে বসে ভাবছি,

গিজ গিজ করা লাইনগুলো মনে করার ব্যর্থ চেষ্টা করছি।

চিরতরে হারিয়ে গেলো ঐতিহাসিক পঙ্ক্তিমালা,

লেখা আমার হলো না মহাকাব্য কিংবা কালজয়ী কবিতাখানা।

তবুও আমি অপেক্ষা করছি যদি আসে মনে লাইনগুলো,

ধীরে ধীরে লিখে ফেলবো ডায়েরিতে কবিতাগুলো।

*** কবুল করো খোদা

তোমার নামে সিজদায় পড়ি

তোমার নামে জিকির করি

ওগো মহান রব,

তোমার কাছে একটাই চাওয়া,

এই মূহূর্তে এটাই পাওয়া

সন্তানের অভাব।

খোদা তুমি দয়া করো

তোমারই পাপি গোলাম,

আমি যে

যতদিন রবো দুনিয়ার বুকে

ততদিনই যেন চলতে পারি

তোমার দ্বীনের পথে।

তোমার কাছে আকুতি মিনতি

জল্পনা কল্পনা পেশ করি

সালাতে আর মুনাজাতে,

ইসলামের জন্য কবুল করো

আমাকে আর আমার বংশধরদের

দুনিয়াতে ও আখিরাতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়