প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০৭
চোখে দেখা স্বপ্ন
অনলাইন ডেস্ক

মুহাম্মদ শাহিন চোখে দেখা স্বপ্ন
খুঁজেছিলাম যারে, দেখেছি তারে,
এ কেমন করে হলো?
আসিয়াছে সে খানিক সময় নিয়ে,
কী অপরূপ দৃষ্টিতে, দেখছি তাকে।নিস্তব্ধ করেছে আমায় তারই অবয়ব,
কী অপরূপ তার রূপের চাকচিক্য!
কে জানত এই সুন্দর মুহূর্তের অবসান হবে,
ভোরের আলোয়।হায়, সব সৌন্দর্যই ক্ষণিকের অতিথি,
মুহূর্তে মিশে যায় হাওয়ার স্রোতে।
তবু তার ছোঁয়া রয়ে যায় মনে,
স্বপ্ন হয়ে — যা ভোলা যায় না কখনো।