প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২২:০৮
পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া

চাঁদপুর শহরের পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নিউইয়র্ক প্রবাসী মো. মোরশেদ আহমেদ। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জজ কোর্টের এপিপি এবং ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন সুলতানা, ৫২ নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম মন্টু, পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রভাষক সুয়াইবা তানিসা ও হাজী মনসুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রতন বেপারী সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা পারভেজ আলম রবিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। এতে করে শারীরিক এবং মানসিকভাবে গড়ে উঠবে। তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। আমাদের সন্তানরা সুনাগরিক হয়ে উঠলে তারা দেশে সম্পদ হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব দেবে। তাই আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, রিভারসাইড কিন্ডারগার্টেন পুরাণবাজার তথা চাঁদপুরের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। আমরা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি এই বিদ্যালয়টি চাঁদপুর জেলার একটি আলোকিত বিদ্যাপীঠ হিসেবে তাদের সুনাম ধরে রাখবে।
সকাল ৯ টায় জাতীয় এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে এবং নৃত্য পরিবেশন করে। বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক জাকির হোসেন খান শিপন, সংগীত শিল্পী শাহিন খান, ক্রীড়া সংগঠক ইয়াকুব বিন সায়েদ লিটন, সমাজকর্মী ও ফাতেমা আক্তার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিভারসাইড কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সিপাল কাকলি ভঞ্জ, সিনিয়র শিক্ষক কান্তা মজুমদার, দিলীপ সাহা, আমেনা আক্তার, সাথী ঘোষ, রিঙ্কু সাহা, জান্নাত আক্তার, শ্রাবণী আক্তার, নুরুন্নাহার, ইকরা, তাসপিয়া জাহান তুবা, জান্নাত আক্তার লিলি।








