প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১:৫৫
মতলব উত্তরে বিএনপির উঠোন বৈঠকে তানভীর হুদা
বিএনপির মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নেই

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। তারেক রহমান যার হাতে ধানের শীষের প্রতীক দেবেন, বিএনপির সব নেতা-কর্মী তার পক্ষ হয়েই কাজ করবে। বিএনপির মূল মেরুদণ্ড হচ্ছে মা-বোনেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মা-বোনদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি সাধারণ মানুষের দল, মা-বোনদের দল।
|আরো খবর
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ মুক্তিরকান্দি প্রধানীয়া বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন নির্বাচনমুখী। দেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। রাতের আঁধারে ভোট হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। এবার দেশের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে তারেক রহমানের নেতৃত্বে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটের দাবিতে বিএনপির হাজারো নেতা-কর্মী ত্যাগ স্বীকার করেছে। কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ হয়রানির শিকার হয়েছে, তবুও আমরা পিছু হটি নাই। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে থাকা এবং জনগণকে পাশে রাখা। আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
তানভীর হুদা বলেন, এখন মাঠে-ঘাটে আলোচনা হচ্ছে কে মনোনয়ন পাবেন। কিন্তু আমাদের মূল লক্ষ্য যেনো জনগণের আস্থা অর্জনের বিষয় থেকে সরে না যায়। নমিনেশন কে পায় সেটা বড়ো বিষয় নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নেতার হাতে বিএনপির প্রতীক দেবেন, যিনি জনগণের পাশে থেকেছেন এবং মাঠে থেকে দলের জন্যে কাজ করেছেন।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার।
উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।