বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৪৫

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার পর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রীয় নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে দলীয় নেতাকর্মীরা ব্যথিত হয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন—

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মুজিবুর রহমান চৌধুরী,

জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত শেখ নূরে আলম হামিদী,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়ন প্রত্যাহার করায় ভোটের মাঠে এখন বাকি ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়