বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪

রায়পুরের তিনশ' বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো প্রশাসন

রায়পুর (লক্ষ্মীপুর), প্রতিনিধি
রায়পুরের তিনশ' বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো প্রশাসন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান ৩০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও সম্মানীর অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

এর আগে মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইউএনওর নেতৃত্বে প্রশাসনের সকল কর্মকর্তা উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ এই সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটি স্বপ্ন নিয়ে সমতা, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। মুক্তিযোদ্ধারা কখনো ভাতা বা ব্যক্তিগত প্রাপ্তির কথা চিন্তা করেননি। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন কেবলমাত্র এই দেশ স্বাধীন করার জন্যে। স্বাধীন এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ইউএনও মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহসিন রেজা, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম দেওয়ান, সদস্য সচিব মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, সেনা ক্যাপ্টেন সাইরিম, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম, ওসি মো. শাহিন মিয়া ও শিক্ষা কর্মকর্তা তৌহিদুল হক, প্রকৌশলী সুমন মুন্সি ও সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, পিআইও আবদুল হাই খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার প্রমুখ ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়