প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৯
সোনারগাঁও বারদী আশ্রমে ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ৮ ডিসেম্বর থেকে শুরু

বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় আসছে ৮ ডিসেম্বর ২০২৫ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত ২৮তম বার্ষিক মহোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে অনুষ্ঠিত হবে ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। এ উপলক্ষে গেলো ১৮ নভেম্বর থেকে শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হয়, চলবে ৮ ডিসেম্বর সোমবার পর্যন্ত (প্রতিদিন বিকেল ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত)। তৎপর ৮ ডিসেম্বর সোমবার রাত ৯টায় শুভ অধিবাস ও মঙ্গলঘট প্রতিষ্ঠা। এতে অধিবাস কীর্তন পরিবেশনা করবেন নারায়ণগঞ্জ কালির বাজার হতে আগত মহামায়া সেবাশ্রম এবং ৯ ডিসেম্বর মঙ্গলবার ব্রহ্মমুহূর্ত হতে ১৫ ডিসেম্বর রজনী প্রভাত পর্যন্ত ৫৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ১৬ ডিসেম্বর মঙ্গলবার অরুণোদয়ে নামযজ্ঞ সমাপন অন্তে (একদিন এক রাত) শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও দ্বিপ্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
এতে নামসুধা বিতরণ করবেন গোপালগঞ্জ হতে আগত শ্রী শ্রী প্রভু প্রিয়া সম্প্রদায়, শ্রী শ্রী পূজা সম্প্রদায়, শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়, শ্রী শ্রী দিপুশ্রী সম্প্রদায় ও শ্রী শ্রী রাধেশ্যাম সম্প্রদায়, নেত্রকোনা শ্রী শ্রী অমৃত বাণী সম্প্রদায় ও শ্রী শ্রী কুলেশ্বরী সম্প্রদায়, সিলেট শ্রী শ্রীকৃষ্ণ মন্দির সম্প্রদায়, চট্টগ্রাম শ্রী শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায়, খুলনা শ্রী ভুবন মোহিনী সম্প্রদায়, দিনাজপুর শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ও ময়মনসিংহ শ্রীকৃষ্ণ সারথী সম্প্রদায়। অনুষ্ঠানে অষ্টকালীন লীলা মৃত রস পরিবেশন করবেন সূদুর ভারত হতে আগত শ্রীমান সুকুমার শাস্ত্রী, নওগাঁ শ্রীমতি বন্ধনা মহন্ত, রাজশাহীর শ্রীমতি রাধারাণী প্রামাণিক ও টাঙ্গাইল শ্রীমতি মুক্তি নন্দী (বর্ষা)।
এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি, মহাপ্রসাদ গ্রহণ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আহ্বায়ক অশোক মাধব রায় ও সদস্য সচিব শ্রী শংকর কুমার দে। প্রয়োজনে : 01720-030900







