রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৬

বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর বেঁচে নেই। গত ১ নভেম্বর ২০২৫ তারিখে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। নিজ গ্রাম লক্ষ্মীপুরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সদর এসিল্যান্ড, ওসি (তদন্ত) ও বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ খান,শহিদ ভূঁইয়াসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার আগস্ট মাসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। অবশেষে তিনি ১ নভেম্বর ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার একমাত্র কন্যা ফাতেমা তুজজোহরা তৃষা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন মুক্তিযোদ্ধাগণ, শুভাকাঙ্ক্ষীসহ স্বজনরা।

আবদুল জব্বার ১০ ফেব্রুয়ারী ১৯৫৪ তারিখে সাবেক সাখুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ইস্রাফিল শেখ এবং মাতার নাম মরহুমা জোহরা খাতুন। তিনি সহৃদয়বান ও ভালো মানুষ ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশকে স্বাধীন করতে উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখেন। তাঁর স্ত্রীর নাম নীলুফার আহমেদ, যিনি ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়