প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৭
মৌলভীবাজারে শিশু কানন বিদ্যালয় পরিচালনা কমিটির সভা

মৌলভীবাজারে শিশু কানন বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ড কাশিনাথ রোডস্থ শিশু কানন বিদ্যালয় হলরুমে পরিচালনা কমিটির সভাপতি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আখলাকুল আম্বিয়া, সদস্য সচিব প্রধান শিক্ষক সুপ্তা আচার্য্য, প্রতিষ্ঠাকালীন সদস্য কবি পুলক কান্তি ধর, অভিভাবক সদস্য রীতা রাণী দেব, মো. বুরহান উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শিবানী দাশ, শিক্ষক প্রতিনিধি আয়েশা বেগম প্রমুখ অংশগ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবি মায়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।







