প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:০০
কুমিল্লায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় ভাড়া করা বাসা থেকে মিলন আক্তার (৫৩) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার
(১৭ অক্টোবর ২০২৫) শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।
নিহত মিলন আক্তার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। তিনি দীর্ঘ বিশ বছর ধরে ওই ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মেয়ে ইসরাত জাহান তানিয়া জানান, আমার মা ও নানু এখানে ভাড়া থাকেন। আমার মামা শাওনও বেশিরভাগ সময় এই বাসায় থাকতেন। সন্ধ্যায় নানু ফোন করে বলেন, মা ফোন ধরছে না—বাসায় গিয়ে দেখো। আমি গিয়ে দেখি, বাসার দরজা বাইরে থেকে ছিটকিনি দেয়া। ভেতরে ঢুকে দেখি ডাইনিং টেবিলের উপর একটি ছুরি। মায়ের রুমে লাইট জ্বালিয়ে দেখি খাটের উপর আরেকটি ছুরি, খাটের নিচে মায়ের লাশ পড়ে আছে।
কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বাপ্পী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।