প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২৩:০৯
শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী ও গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ, শ্রীমঙ্গল।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজার রোডস্থ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সামনে গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম বুলবুল, মনির মিয়া, সামছুদ্দোহা সেলিম, কাজী মহসীন রাহি, খন্দকার জাকির হোসেন, ছালেহ আহমদ সুমন, তারেক মিয়া, তানভীর রায়হান ওয়াসিম, হুসাইন আহমদ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অদক্ষ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত এবং ইসলামী ব্যাংকসহ দেশের সকল ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।