বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০মামলার আসামী মাদক সম্রাট কালু গ্রেপ্তার

রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০মামলার আসামী মাদক সম্রাট কালু গ্রেপ্তার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিচ ইয়াবাসহ ২০টি মাদক মামলার আসামী, বহুল আলোচিত মাদক সম্রাট হাবিবুর রহমান কালুকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর গ্রামের আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে রামগঞ্জ থানার একদল চৌকষ পুলিশ এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

এএসআই আনোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারীর নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমরা গোপনে খবর পাই ২০টি মাদক মামলার পলাতক আসমি মাদক সম্রাট হাবিবুর রহমান কালু তার সোনাপুরের নিজ বাড়িতে আত্মগোপনে আছে। এ সময় কৌশল অবলম্বন করে তাকে আটক করতে সমর্থ হই। তার নামে রামগঞ্জ সহ বিভিন্ন থানায় ২০ টি মাদক মামলা রয়েছে। কালু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ।দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়