শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:৫৯

নোয়াখালীতে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পানিতে ডুবে মো. ইয়াছিন(৪) ও ইয়াছিন আলিফ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুরের দিকে চরজব্বর ইউনিয়নের চরপানাউল্ল্যা ও পশ্চিম চর জুবলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে এবং আলিফ চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের মো.ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইয়াছিন বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সন্দেহ হলে পুকুর পাড়ে যান। আত্মীয়স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরের পানি থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করেন তারা।

অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে আলিফের মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় দু শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়