মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৭ জুন ২০২২, ২০:৪৬

সরখাল ইসলামী পাঠাগারের উদ্যোগে সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণ

এমরান হোসেন লিটন
সরখাল ইসলামী পাঠাগারের উদ্যোগে সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটের ভয়াবহ বন্যায় খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে হাজির হয় দেশের বহু সংগঠন ও সমাজসেবীরা। তাদেরই অনুরূপ সেই বন্যার্তদের কাছে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় যায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা।

বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, পেঁয়াজ, ডাল, ও লবণ। খাদ্য সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল খালেক।সংগঠনের সাধারণ সম্পাদক হাছান মাহমুদ খানের কাছ থেকে জানা যায়, সংগঠনটি মূলত বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এবং বিভিন্ন অসহায় ব্যাক্তির সহযোগিতার জন্য গঠন করা হয়েছে। ইতিপূর্বে এ সংগঠনটি বিভিন্ন জায়গায় সহযোগিতার স্বাক্ষর রেখেছছে বলেও জানা যায়। এছাড়াও আগামীতেও বিভিন্ন দুর্যোগে এ সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানা যায়। উক্ত সংগঠনে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়