প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে
অসুস্থ সাংবাদিকদের কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তার জন্যে আবেদনকারী অসুস্থ সাংবাদিকদের কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও কমিটির সদস্য সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য এমএ লতিফ।
|আরো খবর
সভায় চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক দাখিলকৃত ও সুপারিশকৃত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সবক'টিই বিধি মোতাবেক বিবেচনায় নেওয়া হয় ।
সভায় চাঁদপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জানায় ।
সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী । সভায় আরো অংশ নেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহজালাল, জেলা তথ্য অফিসের অফিস সহকারী মো. আবুল বাশারসহ অন্যরা।ক্যাপসান: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তার জন্যে অসুস্থ সাংবাদিকদের কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।








