প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭
শীতার্ত মানুষের পাশে ফরিদগঞ্জ প্রেসক্লাব

শীত আসে নিঃশব্দে, কিন্তু তার আঘাত সবচেয়ে বেশি লাগে যাদের ঘর নেই, চুলায় আগুন নেই, কিংবা রাত পার করার মতো এক টুকরো উষ্ণতাও নেই। ফরিদগঞ্জের শীতার্ত মানুষদের কাছে এবারের শীত তেমনই কঠিন। কুয়াশার চাদরে ঢাকা বিকেলে কাঁপতে কাঁপতে তারা জড়ো হয়েছিলেন একটা আশায়—আজ যদি একটু উষ্ণতা মেলে! সেই আশার নাম হয়ে উঠলো ফরিদগঞ্জ প্রেসক্লাব।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন যেনো পরিণত হয় মানবতার ছোট্ট এক আঙ্গিনায়। হাতে হাতে তুলে দেয়া হয় কম্বল। শুধু কম্বল নয়, তার সঙ্গে দেয়া হয় সহমর্মিতা, সম্মান আর ভালোবাসা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তৃতা কম, অনুভব বেশি—শব্দের চেয়ে নীরবতার ভাষাই ছিলো বেশি স্পষ্ট।
সভাপতির কণ্ঠে উঠে আসে সাংবাদিকতার ভিন্ন এক সংজ্ঞা। তিনি বলেন, সংবাদ লেখা আমাদের দায়িত্ব, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়বদ্ধতা। কলম যেমন সমাজের অন্যায় তুলে ধরে, তেমনি হাতে হাত রাখাও সাংবাদিকতার অংশ।
এই কথার বাস্তব প্রমাণ মিললো মঞ্চের সামনে দাঁড়ানো মানুষের চোখে। দেড় শতাধিক শীতার্ত নারী-পুরুষ যখন নতুন কম্বল বুকে জড়িয়ে ধরলেন, তখন অনেকের মাঝে দেখা যায় স্বস্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, বর্তমান কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ণ রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান, ফাহাদ খান, আমান উল্লাহ খান ফারাবী, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টুসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।







