প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫
বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মতলব উত্তরে দোয়া মাহফিল
দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নূতন প্রজন্মের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে
-----মো. নুরুল হক সরকার (সিআইডি)

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (৪ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় ছেংগারচর পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার (সিআইডি)-এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও বিএনপি নেতা খোরশেদ সরদারের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার (সিআইডি), ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. মান্নান লস্কর, বিএনপি নেতা আলমগীর সরকার, হান্নান সরদার প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ছেংগারচর বাজার মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম জিহাদী। ইমাম ও মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ে কোরআন তেলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ফরাজী, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মো. নুরুল হক সরকার (সিআইডি) তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই দায়িত্ব নিতে হবে আমাদের সকলকে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মা। পৃথিবী যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা দেশনেত্রীর আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।








