প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০:২১
মতলব উত্তরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭নং ওয়ার্ডের রুহিতারপাড় গ্রামবাসীর আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক সরকার।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মতিন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, বিএনপি নেতা ফারুক হোসেন খান, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তানভীর হাসান হৃদয়, সাবেক ছাত্রনেতা বাবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা আলী আহাম্মদ। এ সময় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।








