প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬
চাঁদপুর জেলা রোভার স্কাউটসের কোর্স ফর রোভার মেট ২০২৫ সম্পন্ন
স্কাউটস রোভাররা দিতে জানে, নিতে জানে না
----জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে ও প্রোগ্রাম বিভাগের অর্থায়নে এবং চাঁদপুর জেলা রোভার স্কাউটস-এর ব্যবস্থাপনায় ১৭ ডিসেম্বর হতে ২১ ডিসেম্বর পর্যন্ত পুরান বাজার ডিগ্রি কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে ৪র্থ কোর্স ফর রোভার মেট ২০২৫।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে কোর্সের তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চাঁদপুর ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার মো. নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের সভাপতি ডা. মো. মোবারক হোসেন চৌধুরী, কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার লে. মো. শোয়ায়েব, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার সহ-সভাপতি মোশারফ হোসেন লিটন, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা রোভার-এর সহকারী কমিশনার তমাল কুমার ঘোষ, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী ও সম্পাদক মোহাম্মদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (আইসিটি) মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার।
সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, কোর্স লিডার, ৪র্থ কোর্স ফর রোভার মেট।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের গার্ল ইন রোভার লিডার অপর্ণা রাণী দে।
এই কোর্সে চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ থেকে আগত মোট ৫০ জন রোভার এবং গার্ল ইন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ মডেল সরকারি ডিগ্রি কলেজ রোভার লিডার মো. নজরুল ইসলাম (এএলটি)। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সামছুল আমিন (এলটি), মো. আখতারুজ্জামান (সিএলটি সম্পন্নকারী), মোহাম্মদ খোরশেদ আলম খান (সিএলটি সম্পন্নকারী), মো. মজিবুল হক গাজী (উডব্যাজার), বিপ্লব কুমার সাহা (উডব্যাজার), সুমন মজুমদার (স্কীল কোর্স সম্পন্নকারী), মো. মামুন মুন্সী (স্কীল কোর্স সম্পন্নকারী), অপর্ণা রাণী দেব (অ্যাডভান্স কোর্স সম্পন্নকারী) ও অভিজ্ঞ স্কাউটারবৃন্দ। কোর্স চলাকালীন উপস্থিত ছিলেন মো. তওসীফ, সিনিয়র রোভার মেট প্রতিনিধি ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও সভাপতি, চাঁদপুর জেলা রোভার মো. নাজমুল ইসলাম সরকার বলেন, রোভার স্কাউটস যারা করেন তারা নেতৃত্ব, শৃঙ্খলা ও সেবার আদর্শে নিজেদেরকে গড়ে তুলছেন। 'সেবাদান' তাদের মূলমন্ত্র। তাই তারা 'দিতে' জানে, 'নিতে' জানে না। স্কাউটিং পারদর্শীরা নিজেদের উন্নত করা, নেতৃত্ব দেয়া এবং দেশ ও সমাজকে আরও ভালোভাবে সেবা করার জন্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে এবং যা আত্মনির্ভরশীলতা ও দায়িত্ববোধ বাড়ায়।
জেলা প্রশাসক আরো বলেন, রোভার স্কাউট তরুণদের আনুগত্য, শৃঙ্খলা ও নেতৃত্ব তৈরির প্রতি আকৃষ্ট করে। স্কাউট যে মানবসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের কাজগুলো করে, তা যুগে যুগে আম্বিয়া কেরামও করে এসেছেন।
আমি মনে করি প্রত্যেক ছেলেমেয়ের উচিত রোভার স্কাউট প্রশিক্ষণে শামিল হওয়া।
দু পর্বের তাঁবু জলসার প্রোগ্রাম সূচির মধ্যে ছিলো অতিথিদের আসন গ্রহণ, স্কার্ফ পরিধান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি'র রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন, অতিথিদের পরিচিতি পর্ব।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রার্থনা সঙ্গীত, গজল, আবৃত্তি, হামদ ও নাত পরিবেশন।
ভবিষ্যৎ রোভার নেতৃত্ব তৈরিতে কোর্স ফর রোভার মেট কোর্সে রোভার স্কাউটদের দক্ষতা বৃদ্ধির জন্যে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
স্কাউটের আন্দোলনের সাথে সম্পৃক্ত রোভাররা প্রশিক্ষণের মাধ্যমে সফলতার কৌশল সম্পর্কে জানতে পারে, পরিশ্রম করার মনমানসিকতা তৈরি হয় ও মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।








