মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯

পুলিশ ও সাংবাদিকরা পেশাকে সম্মান জানিয়ে কাজ করলে অপরাধমুক্ত সমাজ গড়া সময়ের ব্যাপার

--------মো. হেলাল উদ্দিন

ফরিদগঞ্জ ব্যুরো।।
পুলিশ ও সাংবাদিকরা পেশাকে সম্মান জানিয়ে কাজ করলে অপরাধমুক্ত সমাজ গড়া সময়ের ব্যাপার

ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেছেন, ফরিদগঞ্জকে অপরাধমুক্ত একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ার জন্যে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করে যাচ্ছেন। এভাবে পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলতে চান।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন নবাগত ওসি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, পুলিশ তার আইনের কাজ করবে। অপরদিকে সাংবাদিকেরা তাদের কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করে যাবে। পুলিশ ও সাংবাদিকরা নিজেদের পেশাকে সম্মান করে কাজ করলে অপরাধমুক্ত সমাজ গড়া সময়ের ব্যাপার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক কারবারি, ইভটিজিং, কিশোর অপরাধ, অস্ত্র উদ্ধার, থানা এলাকায় সালিস বাণিজ্য বন্ধ ও দালাল চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় চ্যালেঞ্জ মোকাবেলায় নবাগত ওসিকে সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিকরা।

‎থানার সেকেন্ড অফিসার এসআই আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস, এসএম ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, সহ-কোষাধ্যক্ষ রুহুল আমিন খাঁন স্বপন, আইসিটি সম্পাদক গাজী মমিন, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সৈকত, শিমুল হাসান, সদস্য এমরান হোসেন লিটন, মেহেদী হাসান, ফখরুল পাঠান, আমান উল্যাহ খাঁন ফারাবী ও শামীম হাসান।

উল্লেখ্য, ফরিদগঞ্জ থানায় গত মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো.হেলাল উদ্দিন। এর আগে শরিয়তপুর সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। ব্যক্তি জীবনে দু সন্তানের জনক মো. হেলাল উদ্দিন ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়