প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০:৪১
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০তম সনদপ্রাপ্তি দিবস পালন ও ৫০ বছর উদযাপনের লোগো উন্মোচন

চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে ৫০তম সনদপ্রাপ্তি দিবস পালন এবং ৫০ বছর উদযাপনের লোগো উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানটি চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০ বছরের ইতিহাসে যারা একসময়ে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে দুজন সাবেক সভাপতি উপস্থিত ছিলেন। এদের একজন নকিবুল ইসলাম ১৯৯০-৯১ সালে এবং কামরুজ্জামান মুন্না ১৯৯৭-৯৮ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তারা বলেন, আমরা যখন রোটার্যাক্ট করেছি তখন টিনের ঘরে সভা করেছি। এখন সভাস্থল কতো উন্নত হয়েছে। আমরা যখন রোটার্যাক্টর ছিলাম আমরা বেশ এনজয় করেছি। আজকে অনেকদিন পর ক্লাবে আসলাম। যেহেতু দেখতে দেখতে ক্লাবটির বয়স ৫০ হয়েছে! এই ৫০ বছর ক্লাবের সকল নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে উদযাপন হবে। আমরা এই অনুষ্ঠানের সাথে আছি। আশা করি এটি রোটার্যাক্টরদের ঐতিহাসিক মিলনমেলা হতে যাচ্ছে।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের আইপিপি, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০তম সনদপ্রাপ্তি দিবস ও ৫০ বছর লোগো উন্মোচনের চেয়ারম্যান রো. কাজী আজিজুল হাকিমের সঞ্চালনায় এবং অনুষ্ঠানের সদস্য সচিব ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্যভিন্টন দাশ কিরণ ও ওবায়েদুর রহমানের সহযোগিতায়, ক্লাব সভাপতি আফজাল কাজীর সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়া, সাবেক সভাপতি রোটারিয়ান পিপি অধ্যাপক মো. জাকির হোসেন, রোটা. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সহ-সভাপতি রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. মাহবুবুর রহমান সুমন ও রোটা. গোপাল সাহা, যুগ্ম সম্পাদক রোটা. হাবিবুর রহমান পাটোয়ারী, ক্লাব সদস্য রোটা. রেদওয়ান রহমত উল্লাহ সম্রাট, রোটা. সাইফুল ইসলাম, রোটা. আল-আমিন হোসাইন, রোটা. দেলোয়ার হোসেন সুমন, রোটা. রেজাউল ইসলাম রকি, রোটা. ফয়সাল ফরাজী, রোটা. জিয়াউর রহমান প্রিন্স ও চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা বেপারী বিপু।
তারা বলেন, এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, তাদের বেশিরভাগই এক্স রোটার্যাক্টর, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সদস্য। আজকের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা আনন্দিত। মজার বিষয় হচ্ছে, এখন চাঁদপুর রোটারী ক্লাবকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এক সময়ে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া এই ক্লাবে একই পরিবারের ৪ ভাই রোটার্যাক্ট করেছে। এই ক্লাব এবং এই ক্লাবকে যারা প্রতিষ্ঠিত করেছেন তারা চাঁদপুরের অনেক ভালো ভালো কাজ করেছেন, যেটা আমরা এখানে উপস্থিত সবাই জানি। আমাদের চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০জন প্রেসিডেন্ট আছে। এই ক্লাবের অনেক সদস্য রয়েছেন, যারা প্রেসিডেন্ট হতে পারেন নি। আমরা ৫০ বছর উদযাপনে তাদেরকেও উপস্থিত রাখার চেষ্টা করবো। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করবো। আমরা আজকের এই ৫০তম সনদপ্রাপ্তি দিবস ও লোগো উন্মোচনের সফলতা কামনা করি।
রোটারিয়ান ও এক্স রোটার্যাক্টরদের বক্তব্যের পর ৫০ বছর উদযাপনের লোগো উন্মোচন করা হয় এবং ৫০তম সনদপ্রাপ্তি দিবস উপলক্ষে সকলের উপস্থিতিতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট অ্যাট আর্মস রো. জহিরুল ইসলাম। তারপর সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রো. শাহজালাল লিটন, রো. নিলয় দে, শাহরিয়ার খান হিমেল, রো. নাজমুর নাহার, সেক্রেটারী রো. রাকিব খান, জয়েন্ট সেক্রেটারী নাসরিন সুলতানা মিলি, রাইসান রাকিব, নাজমুল হোসেন তুহিন, ট্রেজারার রো. জান্নাতুল ফেরদৌস মিম, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর শান্তা আক্তার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর শারমিন আক্তার, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. তাইয়্যেব হোসেন, বুলেটিন এডিটর নাঈম প্রধানীয়া ও সদস্য রো. আরফিন আল-আমিন।
অন্যান্য ভিজিটিং রোটার্যাক্টরের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রো. মো. ইসতিয়াক খন্দকার সৈকত, সদস্য নাজমুল ইসলাম, হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রো. তাহমিনা আক্তার সায়েমা, ক্লাব সভাপতি অর্নব সাহা, সেক্রেটারী মারিয়া আক্তার ও এডিটর অভয় সিংহ রায়।








