প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১:০২
ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট
৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ

ফরিদগঞ্জ উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে ৯০টি যানবাহন তল্লাশি ও ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
উক্ত অভিযানে সর্বমোট ৯০টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ৬টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফরিদগঞ্জে আর্মিা ক্যাম্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।







