বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২০:৩৯

ফরিদগঞ্জে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়

................. সেটু কুমার বড়ুয়া

প্রবীর চক্রবর্তী।।
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়

“আপনার যেই রক্ত, আমারও একই রক্ত। প্রয়োজন হলে আপনি আমাকে রক্ত দিতে পারবেন, আমিও আপনাকে রক্ত দিতে পারবো। আপনার ও আমার মধ্যে যে পার্থক্য রয়েছে, তার জন্যেই সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করছেন। যাতে এই কার্ডের মাধ্যমে সমাজের সর্বস্তরে, সকল সরকারি ও বেসরকারি কাজে আপনারা সহজেই সেবা নিতে পারেন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এটা আজ প্রতিষ্ঠিত। নিজেদের যোগ্যতা দিয়ে সুবর্ণ নাগরিকরা সমাজে প্রতিষ্ঠিত ও ভালো ভালো স্থানে চাকরি করছেন। তাই আপনারা নিজেদের অবহেলার পাত্র না ভেবে সমাজের একজন সদস্য হিসেবে দেশের ও পরিবারের জন্যে কাজ করুন। আমরা আপনাদের পাশে রয়েছি। কোনো দপ্তরে গিয়ে যদি আপনারা কোনোভাবে নিগৃহীত হন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।”

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইউএনও সেটু কুমার বড়ুয়া এই কথাগুলো বলেন।

আলোচনা শেষে দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়