মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৩

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

মো. ফয়সাল আহমদ।।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি-শাহরাস্তিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিনের নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌর এলাকার ঠাকুরবাজারে যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদল নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, পৌর নেতা এ.এস.এম. লিটন, চাঁদপুর জেলা রেলওয়ে শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক দল নেতা মনির মিয়াজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন। বক্তব্যে আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “যুবদল শুধু আন্দোলনের সংগঠন নয়, সমাজ ও পরিবেশ রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে জীবন রোপণ করা। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবতার প্রকাশ।”

তিনি আরও বলেন, “যুবদল দেশের তরুণদের জন্যে দিকনির্দেশনার প্রতীক হয়ে থাকবে। আমরা একটি সবুজ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ।” অনুষ্ঠানশেষে পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়