মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:১৭

খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার বিক্ষোভ সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি

প্রেস বিজ্ঞপ্তি।।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি
খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখা।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, জনগণের মতামত যাচাইয়ের একমাত্র পথ হলো গণভোট।

আমরা দাবি করছি— অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে এবং নভেম্বরের মধ্যেই জনগণের অংশগ্রহণে গণভোট আয়োজন করতে হবে। এই গণভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে, তারা কেমন বাংলাদেশ চায়—বৈষম্য, দুর্নীতি ও দমননীতির বাংলাদেশ?

নাকি একটি ন্যায়ভিত্তিক, ইসলামী মূল্যবোধসম্পন্ন কল্যাণমূলক বাংলাদেশ?

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ। শহর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

মাওলানা কবির আহমদ, আবু বকর খান, আব্দুল হামিদ গাজী, সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, রাফিউর রহমান প্রমুখ।

সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন। বিক্ষোভ সমাবেশে শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়