বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২২:০২

মতলব উত্তরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সমাজে নারী ও পুরুষের সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

---ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু।।
সমাজে নারী ও পুরুষের সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

মতলব উত্তর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তার। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আক্তারুজ্জামান ও শিক্ষার্থী তোয়া সরকার।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করতে হবে। কন্যা শিশুদের জন্যে নিরাপদ পরিবেশ, শিক্ষার সমান সুযোগ ও নেতৃত্ব বিকাশে সকলকে কার্যকর ভূমিকা নিতে হবে। সমাজে নারী ও পুরুষের সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এ বিষয়টি খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।

তিনি বলেন, বাল্যবিবাহ দেয়া একটি অপরাধ। এখনও অভিভাবকরা মেয়েদের বাল্যবিবাহের দিকে ঠেলে দেন। তা করা যাবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে।

সবশেষে ইউএনও মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপস্থিত ছাত্রীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়