প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২২:০৭
মতলবে আলিম পরীক্ষায় পাসের হার ৬২.৯১।।জিপিএ-৫ পেয়েছে ২জন

মতলব দক্ষিণ উপজেলায় এবারের আলিম পরীক্ষায় ১৫১জন অংশগ্রহণ করে পাস করেছে ৯৫জন। জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৬২.৯১%। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।
|আরো খবর
জানা যায়, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসায় পাসের হার ৭৯.০০%, পরীক্ষার্থী ২৮জন, উত্তীর্ণ হয়েছে ২২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। খর্গপুর ফাজিল মাদ্রাসায় পাসের হার ৭০℅, পরীক্ষার্থী ১৭জন, উত্তীর্ণ হয়েছে ১২জন, জিপিএ-৫ নেই। নওগাঁও রাশেদীয়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ৪১%, পরীক্ষার্থী ১২জন, উত্তীর্ণ হয়েছে ৫ জন, জিপিএ-৫ নেই। ঘিলাতলী ফাজিল মাদ্রাসায় পাসের হার ৬৩.৬৩%, পরীক্ষার্থী ৩৩জন, উত্তীর্ণ হয়েছে ২১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ৪০%, পরীক্ষার্থী ১৫জন, উত্তীর্ণ হয়েছে ৬জন, জিপিএ-৫ নেই। নন্দীখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় পাসের হার ৪১%, পরীক্ষার্থী ২২জন, উত্তীর্ণ হয়েছে ৯জন, জিপিএ-৫ নেই। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসায় পাসের হার ৭৫℅, পরীক্ষার্থী ২৪জন, উত্তীর্ণ হয়েছে ১৮জন, জিপিএ-৫ নেই।