প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮:৩৭
রাস্তা পাকা করার দাবিতে তথ্য উপদেষ্টার ইউনিয়নবাসীর মানববন্ধন

অন্তর্বর্তী সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের এলাকাবাসী মাত্র এক কিলোমিটার একটি রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় এলাকাবাসী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ১ কিলোমিটার রাস্তাটিতে এ পর্যন্ত কোনো পাকাকরণ হয়নি। লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া । ফলে ওই এলাকার কয়েক হাজার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা মৌসুমে সড়কে কাদাপানি থাকায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুর রহিম ও জাহাঙ্গীর আলম বলেন, এটি বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তা। সামান্য বৃষ্টিতেই কাদাপানি হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। এতে এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে । আমরা দ্রুতই রাস্তাটি পাকা করণের জন্যে মাননীয় তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন, মাসুদ আলম ও মোঃ সোলেইমান বলেন, আমাদের ৪নং ইছাপুর ইউনিয়নের কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আমরা তাঁর দৃষ্টি কামনা করছি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানাই, আমাদের কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
এ ব্যাপারে রামগঞ্জ এলজিইডি প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ জানান, মানববন্ধনের ব্যাপারে আমি কিছুই জানি না, রাস্তাটি যদি আইডিতে অন্তর্ভুক্ত হয়, তাহলে রাস্তাটি পাকাকরণের ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করা হবে।