প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭:১৬
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
নিষিদ্ধ রিং জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন বন্ধ করতে সবার সহযোগিতা দরকার -----উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী

'অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি' এই স্লোগানে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা আবমুক্তকরণ, সফল মৎস্য খামারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বলেন, নিষিদ্ধ রিং ও চায়না রিং জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট ছোট মাছ ধরা বন্ধ করতে হবে। এজন্যে সকলের সহযোগিতা দরকার।
|আরো খবর
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকত হোসেন সুমন ও সফল মৎস্যচাষী আবুল হাছানাত। আলোচনা শেষে সফল মৎস্যচাষী আকতার হোসেন ও আবুল হাছানাতকে সম্মাননা ক্রেস্ট প্রদান কর হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরিষদ প্রাঙ্গণে প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, পরিসংখ্যান কর্মকর্তা জয়নাল আবেদীন, কচুয়া বার্তার সম্পাদক ও বাংলাভিশন কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যরা।