বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮:৪৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের করুণ মৃত্যু

কামরুজ্জামান টুটুল।।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের করুণ মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাবা-ছেলের লাশ পাশাপাশি খাটে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কদ্দি পাঁচগাঁওযে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা আব্দুর রউফ তফাদার (৬০) ও ছেলে সায়েম তফাদার (২৫)-এর করুণ মৃত্যু হয়েছে। রউফ তফাদার স্থানীয় তফাদার বাড়ির মৃত খালেক তফাদারের ছেলে। বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে ঐ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে।

স্থানীয়রা জানান, তফাদার বাড়ির নিকটস্থ রেল লাইনের পাশের খালে পাট জাগ দিতে যান বাবা-ছেলে। খাল সংলগ্ন আকতার তফাদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিলো, যা বাবা-ছেলে মোটেও টের পাননি। এক পর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রউফ তফাদার জড়িয়ে বিদ্যৎস্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে সেটা জানায়। দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সায়েমও বাবার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রউফ তফাদার পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা। তিনি ৩ মেয়ে ২ ছেলের জনক। সায়েম শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আব্দুর রউফ তফাদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। পারিবারিক সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়