বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:৪২

হাইমচরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মো. সাজ্জাদ হোসেন রনি।।
হাইমচরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

'রক্তদানে বাঁচবে প্রাণ, করবো মোরা রক্তদান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোগীর সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন, চাঁদপুর' বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। বুধবার (২১ মে ২০২৫) উপজেলার কালাচৌকিদার মোড়ে সংগঠনটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা রিয়াজ হোসেন। উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রিয়াদ সিকদার, যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হোসেন সুমন ও মো. জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য মো. নাহিদুল ইসলাম, মো. সুমন আহমেদ, আহমেদ মেহেদী, মো. সাকিল হোসাইন, হাসান আল মাহমুদ এবং শাহরিয়ার আহমেদ সোহেলসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছে, যা ভবিষ্যতে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিতে তাদের উৎসাহিত করবে বলে মনে করছেন আয়োজকরা। লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়