প্রকাশ : ২০ মে ২০২৫, ২১:০১
কচুয়ায় বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ

কচুয়ায় বাড়ির চলাচলের পথে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের বেপারী বাড়ির ফরিজ উদ্দিনের ছেলে ইব্রাহীম জানান, আমাদের বাড়ির সমশের আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বাড়িতে প্রবেশের রাস্তায় বাঁশ ও কাঁটা দিয়ে বেড়া দিয়েছেন। তাছাড়া বাড়ির উত্তর পাশে বের হওয়ার অন্য রাস্তায়ও কাঁটা দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে আমরাসহ বাড়ির অন্যান্য লোকজন কোনো বিকল্প রাস্তা না থাকায় গৃহবন্দী হয়ে পড়েছি।
|আরো খবর
ওই বাড়ির বাসিন্দা এরশাদ জানান, প্রায় ৭০ বছরের পুরানো বাড়ির চলাচলের রাস্তাটি মফিজুর রহমান বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অর্থায়নে বাড়ির চলাচলের রাস্তাটি নির্মাণ করা হয়। চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার পর ওই বাড়ির ইব্রাহীম সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান ও জয়নাল আবেদীনের ছেলে ওসমানসহ ৮/১০ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির চলাচলের পথ বন্ধ রয়েছে। বাদী ও বিবাদীগণকে থানায় হাজির হওয়ার জন্যে বলা হয়েছে। সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, আমি কোনো বেড়া দেই নাই। ইব্রাহীম বাড়ির ভেতরের উঠানের উপর দিয়ে চলমান রাস্তা পরিবর্তন করে তার ঘরের পেছন দিক দিয়ে রাস্তা করে দিয়েছে।