বুধবার, ২১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৫:০০

কচুয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
ছবি: কচুয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

'যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা' এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২০ মে ২০২৫) উপজেলা পরিষদের সভাকক্ষে 'ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট' প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের সহযোগিতায় মা ও শিশু সহায়তা কর্মসূচির 'বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪' বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় মা ও শিশু সহায়তা, সুবিধা প্রাপ্তির আবশ্যিক শর্তাবলি ও অগ্রাধিকার শর্তাবলি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের দায়িত্ব, উপজেলা রিসোর্সপুল ও রিসোর্সপুলের কার্যক্রম, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার নিমিত্তে প্রচারণা কার্যক্রম, প্রসব পূর্বসেবা,পরবর্তীসেবা গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী নির্বাচন, ভাতা পরিশোধ পদ্ধতি (ডিজিটাল পেমেন্ট), ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাগণের দায়িত্ব, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটির কার্য-পরিধি, ইউনিয়ন রিসোর্সপুল গঠন, পুষ্টি ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকারের ব্যবস্থাসহ বিবিধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

কর্মশালায় কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ,ু বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়