প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:৪৮
বাকিলায় যাত্রী ছাউনির সামনে থেকে পিকআপ ট্রাক চুরি

এই একটিমাত্র পিকআপ ট্রাক, যার আয় দিয়ে চালক বিল্লালের পুরো সংসার তথা সন্তানদের ভরণপোষণসহ পড়ালেখার খরচ মিটাতো। সেই ট্রাকটি যাত্রী ছাউনির সামনে থেকে চুরি করে নিয়ে গেলো চোরের দল। রোববার (১৮ মে ২০২৫) দিবাগত রাতে হাজীগঞ্জের বাকিলা পশ্চিম বাজারের নতুন যাত্রী ছাউনির সামনে থেকে চুরি হয় ২০১৫ সালের মডেলের হলুদ নীল রং (ঢাকা মেট্রো ১৫-৫১০২ নাম্বার)-এর পিকআপটি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিল্লাল হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। তিনি বাকিলা ইউনিয়নের গোগরা রাজবাড়ির আব্দুর রবের ছেলে।
|আরো খবর
কান্নারত বিল্লাল হোসেন চাঁদপুর কণ্ঠকে বলেন, গত ৪ বছর আগে ই-এক্স ২ মডেলের গাড়িটি কিনেছি। গত ক’দিন আগে পুরো ৪ লাখ টাকা খরচ করে গাড়িটিকে নতুনভাবে তৈরি করি। গাড়িটি ক্রয় করার পর থেকে এখানেই (যাত্রী ছাউনির সামনে) অন্য আরো ৪/৫টি পিকআপ ট্রাকের সাথে রাতে রেখে যাই। অন্য সকল রাতের মতোই গত রোববার রাত ১০টার দিকে গাড়ির ব্রেক লক, জানালা লক করে গাড়ির কাগজপত্র নিয়ে বাড়ি চলে যাই। সকালে ভাড়া নিয়ে বের হবো বলে এসে দেখি গাড়িটি নেই। রাতের কোনো এক সময় গাড়িটি চুরি হয়ে যায়। এখানে আরো কয়েকটি গাড়ি আমার গাড়ির পাশে রাখা আছে। কিন্তু আমার কপালটা পুড়লো কেনো?
বিল্লাল হোসেন আরো জানান, যাত্রী ছাউনি এলাকাতে একজন নৈশপ্রহরী থাকে, সে একেকবার একেক রকম কথা বলে। গাড়িটি চুরি হওয়ার কারণে আমি বউ বাচ্চা নিয়ে খাবো কী? চলবো কেমনে? পুরুষ হিসেবে সম্বল বলতে আমার যে কিছুই আর রইলো না, আমি যে পথে বসে গেলাম। কোনো ব্যক্তি গাড়িটির খোঁজ পেলে ০১৮১৪১৩৫৫৯১ নাম্বারে জানালে পুরস্কৃত করা হবে, পরিচয় গোপন রাখা হবে বলে বিল্লাল হোসেন জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক অভিযোগ দিয়েছেন, আমরা গুরুত্ব সহকারে দেখছি।