রবিবার, ১৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৭:২৮

ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে আহত ৩

ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে আহত ৩
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১৮ মে ২০২৫) দুপুরে শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ কদমতলা এলাকায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বাসার সামনে পৌরসভার আবাসিক ভবনের ড্রেনেজ ব্যবস্থার ভেতর ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই জায়গার ম্যানহোল ও ড্রেনের স্ল্যাব উল্টে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়।

চাঁদপুর শহর এলাকায় এই ধরনের দুর্ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানা যায়।

এই ঘটনায় আহতরা হলেন : তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)। আহতদের সবাই পথচারী ছিলেন। ‌এছাড়াও ভ্যান গাড়িতে তরকারি বিক্রেতা একজন আহত হন বলে স্থানীয়রা জানায়।

আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। আহত তাদের ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় মো. সাইফুল ইসলাম, বাঁধনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১টার দিকে মাদরাসা ছুটির পর আহত তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিমকে নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পৌরসভার ম্যানহোলে জমে থাকা বায়োগ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই আহত হন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়াসহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়