প্রকাশ : ১৭ মে ২০২৫, ২১:৫১
হাজীগঞ্জে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল

হাজীগঞ্জে ছাত্রদল বিশালাকার এক বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১৭ মে ২০২৫) বিকেলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
|আরো খবর
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইনের সভাপ্রধানে ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ। বক্তব্যে তারা সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যাকাণ্ডের শিকার হন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।