শনিবার, ১৭ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৬ মে ২০২৫, ২৩:৫৭

চলছে চরম অরাজকতা

অভিভাবকহীনতায় চাঁদপুর শহরের পুরোটাই হকারদের দখলে

পালবাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী ভীষণ ক্ষুব্ধ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অভিভাবকহীনতায় চাঁদপুর শহরের পুরোটাই হকারদের দখলে

চাঁদপুর শহরটির যেনো কোনো অভিভাবক নেই। চরম এক অরাজকতা এবং বিশৃঙ্খলার মধ্যে আছে শহরটি। হকার তথা ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি দোকানের সংখ্যা দিন দিনই বাড়ছে। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। যেখানে ফাঁক পায় সেখানেই ভ্যানগাড়ি নিয়ে দাঁড়িয়ে যায়।

শহরের পালবাজার গেট থেকে শুরু করে সোজা জেএম সেনগুপ্ত রোডের জোড় পুকুর পাড় পর্যন্ত রাস্তার দুপাশ, শপথ চত্বরের পুরো এলাকা, হকার্স মার্কেটের সামনে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দুপাশ, হাজী মহসিন রোডের দুপাশ, চিত্রলেখা মোড় হয়ে সরকারি কলেজের পূর্ব গেট পর্যন্ত সড়কের পুরোটাই থাকে হকারদের দখলে। সবচেয়ে বাজে অবস্থা থাকে পালবাজার গেট থেকে জোড় পুকুর পাড় পর্যন্ত। এই সড়কের দু পাশে মাছ, সবজি, ফল হতে শুরু করে এমন কোনো পণ্য নেই যে ভ্যানগাড়িতে করে বিক্রি হয় না। এতে পালবাজারের কয়েকশ' ব্যবসায়ী ভীষণ ক্ষুব্ধ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বাজারে দোকান দিয়ে বসে থাকি। পৌরসভাকে ট্যাক্স দেই। বিদ্যুৎ খরচ, কর্মচারী বেতন ও দোকান ভাড়া তো রয়েছে । আমরা বাজারে বসে থাকি। অথচ ভ্যানগাড়ির দোকানদাররা সম্পূর্ণ অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করছে। তারা পৌরসভাকে কোনো ট্যাক্সও দেয় না। আমরা ভ্যানগাড়ি সরাতে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়। পৌরসভার সামনের সড়কেই চলে এই চরম বিশৃঙ্খল অবস্থা। এই ভ্রাম্যমাণ ভ্যানগাড়ির দোকানগুলো পুরো রাস্তা দখল করে চরম বিশৃঙ্খল অবস্থা করে রাখে। এদের দৌরাত্ম্যে রাস্তা দিয়ে অন্য কোনো যানবাহন তো দূরের কথা, পথচারীরাও হাঁটতে পারে না।

ভুক্তভোগী জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেমন শহর এটা! এই শহরটির কি কোনো অভিভাবক নেই!? পৌর কর্তৃপক্ষ, প্রশাসন কি এসব দেখে না!? তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়!? চাঁদপুর শহরবাসী এই অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়